বাবু সাহা, লেবানন থেকে: দূতাবাস এথন দালালমুক্ত।অতীতে প্রবাসীরা দালালদের সাহায্য নিয়ে দূতাবাসে আসলেও বর্তমানে তারা তাদের যে কোন সমস্যা নিয়ে একাই আসছেন দূতাবাসে।বাংলাদেশি প্রবাসীদের শতকরা ৯৫ ভাগ সমস্যার জন্য দায়ী বাংলাদেশি দালালরা।তাদের প্রতারনার কারনেই বাংলাদেশিদের নানাবিধ সমস্যা হচ্ছে- প্রবাসীদের সাথে মত বিনিময় সভায় এই কথাগুলো বলেছেন, বৈরুত দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
রাষ্ট্রদূত আরো বলেন, দূতাবাসের স্বল্প জনবল নিয়ে দেড় লাখ প্রবাসীর সেবা প্রদান করা অসম্ভব।তাই আপনাদের যে কোন সমস্যা সোশ্যাল মিডিয়া বা যত্রতত্র না বলে সরাসরি দূতাবাসে লিখিত অভিযোগ করেন।আমি প্রবাসী বাংলাদেশিদের ৩৬টি সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছি।ইতিমধ্যেই শতকরা ৯৫ ভাগ সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছি।১লা জানুয়ারী ২০১৭ ইং প্রবাসীদের বেতন কাঠামো বৃদ্ধি করেছি। বর্তমানে পুরুষ শ্রমিকরা নিম্নতম ৩৫০ মার্কিন ডলার ও নারী শ্রমিকেরা ২০০ মার্কিন ডলার বেতন পাচ্ছে।
২২ জুলাই রবিবার বিকালে লেবাননের বিবলস এ প্রাইম স্পোর্টস ভিলেজ ক্লাবে বাংলাদেশ দূতাবাস, বৈরুত এর উদ্যোগে প্রবাসীদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করে।আবুল কালাম আজাদ এর পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী মোঃ আকাশ।প্রধান অতিথি ছিলেন, বৈরুত দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূতালয় প্রধান সায়েম আহমেদ।রাষ্ট্রদূত সভাস্থলে পৌঁছলে বিবলস এ বসবাসরত সাধারন প্রবাসী বাংলাদেশিরা উনাকে ফুলেল শুভেচ্ছা জানান।
আরো উপস্থিত ছিলেন, লেবাননে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা।মত বিনিময় সভার শেষাংশে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যা তাঁর নিকট তুলে ধরে বক্তব্য দেন।পরে রাষ্ট্রদূত তাদের বক্তব্য ধৈর্য্য সহকারে শুনে সকল প্রশ্নের উত্তর সহ সমস্যা সমাধানের আশ্বাস দেন।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2LGpZsR
July 24, 2018 at 05:15AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন