নয়াদিল্লি, ২০ জুলাইঃ কেন্দ্রের বিরুদ্ধে আনা তেলুগু দেশম পার্টি-র অনাস্থা প্রস্তাবের উপর শুক্রবার সংসদে ভোটাভুটি। চার বছরের শাসনকালে এই প্রথমবার অনাস্থার মুখে পড়তে হয়েছে বিজেপি সরকারকে। এদিন সকাল ১১ টা থেকে শুরু হয়েছে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা। টানা ৭ ঘন্টা ধরে চলবে এই আলোচনা। সন্ধ্যা ৬ টা নাগাদ অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে। এদিন অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই এনডিএ-র অন্যতম শরিক শিবসেনা জানিয়ে দেয় তারা অনাস্থা প্রস্তাবের আলোচনায় অংশগ্রহণ করবে না। অন্যদিকে আলোচনা শুরু হতেই লোকসভা থেকে ওয়াকআউট করেন ওডিশার বিজেডি সাংসদরা। যা বিজেপিকে একটু হলেও অস্বস্তিতে রেখেছে।
আগামী লোকসভা নির্বাচনের আগে নিজেদের ক্ষমতা পরীক্ষা করা নিয়ে মরিয়া শাসকদল বিজেপি এবং বিরোধী শিবির। শিবসেনা ও বিজেডি না থাকলেও বর্তমান পাটিগণিতের অংকে অনাস্থা প্রস্তাবের জয়ের ব্যাপারে একপ্রকার নিশ্চিত মোদি সরকার। অন্যদিকে বিরোধীদের অন্যতম কংগ্রেসের পক্ষে প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি ইতিমধ্যেই শাসকশিবিরকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ‘কে বলেছে আমাদের প্রয়োজনীয় নম্বর নেই?।’তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে বিরাট কিছু না ঘটলে অনায়াসেই অনাস্থা হার্ডল টপকাবেন নরেন্দ্র মোদি। সেক্ষেত্রে সরকারের সমালোচনা করা ছাড়া আর কোনো অস্ত্র থাকবে না বিরোধীদের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nwio0J
July 20, 2018 at 11:53AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন