ঢাকা, ২১ জুলাই- বাংলাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে সুলতান: দ্য স্যাভিয়র। রাজা চন্দ পরিচালিত এই ছবিটি গত ১৫ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। ছবিটিতে কলকাতার নায়ক জিতের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। বাংলাদেশে ছবিটি মুক্তির আগে কথা হলো এই অভিনেত্রীর সঙ্গে। বাংলাদেশে মুক্তির আগে কেমন প্রচারণা করলেন ছবিটির? খুব বেশি করা যায়নি। হুট করে মুক্তির দিন ঠিক হয়েছে। ফলে কম সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব, ততটুকুই প্রচারণা করেছি। এর মধ্যে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলেছি। গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে এই ছবির ব্যাপারে বলেছি। ছবিটি যখন কলকাতায় মুক্তি পায়, তখন তো আপনি ওখানে গিয়ে কয়েক দিন ধরে এর প্রচার করেছিলেন... হ্যাঁ। কলকাতায় তো ছবি মুক্তির আগে আলাদা করে এর প্রচারণার জন্য সময় নির্ধারণ করা থাকে। এই ছবির জন্যও সময় নির্ধারিত ছিল। তা ছাড়া ওখানে ছবি প্রচার-প্রচারণার জন্য আলাদা বাজেট থাকে। আমাদের এখানে তো বছরে হাতে গোনা দু-একটি ছবির বেলায় এমন দেখা যায়। ছবিটি নিয়ে আপনার প্রত্যশা কেমন? পশ্চিমবঙ্গে দারুণ ব্যবসা করেছে ছবিটি। আমাদের এখানেও ভালো করবে বলে আশা করছি। বাংলাদেশের দর্শক কেন দেখবেন ছবিটি? সিনেমা মানেই বিনোদন। এই ছবির গল্প অসাধারণ। তা ছাড়া ছবিতে বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী অভিনয় করেছেন। এটা দর্শককে আকৃষ্ট করবে বলে মনে করি। শোনা যাচ্ছে, মুক্তির অপেক্ষায় থাকা আপনার সর্বশেষ ছবি দাগ ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে। ছবির কাজ শেষ। অল্প কিছু অংশের ডাবিং বাকি। ছবিটি ঈদে মুক্তি পাবে কি না, এই মুহূর্তে বলতে পারছি না। এখন কী নিয়ে ব্যস্ত? নতুন তিন-চারটি ছবির চিত্রনাট্য হাতে আছে। পড়ছি। গল্প পছন্দ হলে কাজ করব। কিছু বিজ্ঞাপনচিত্রের কাজও হাতে আছে। ঈদে অন্তত একটি বিশেষ নাটকে আপনাকে দেখা যায়। এবার করছেন না? গত বছরের ঈদে একটি নাটকে কাজ করেছিলাম। এ বছর কোনো নাটকে অভিনয় করছি না। এই মুহূর্তে প্রিয় নায়ক-শাকিব খান, নাকি জিৎ? শাকিব খান। কাজ কমিয়ে দিয়েছেন? নাকি ভালো কাজ পাচ্ছেন না? দুটিই ঠিক। ভালো কাজ না পাওয়ার কারণে কমিয়ে দিয়েছি। শুটিংয়ে মা সঙ্গে থাকলে কী সুবিধা হয়? আর কী অসুবিধা? মা থাকলে টেনশনমুক্ত থাকি। মা না থাকলেই বরং সবকিছুতে অসুবিধা হয়। সূত্র: প্রথম আলো আর/০৭:১৪/২১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zZdd7E
July 21, 2018 at 04:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন