সোশ্যাল অ্যাপ ব্যবহার করলে কর দিতে হচ্ছে উগান্ডার নাগরিকদের

কামপালা, ৩ জুলাইঃ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইন্সটাগ্রাম-এর মতো যেসব জনপ্রিয় সোশ্যাল অ্যাপ রয়েছে, তা ব্যবহার করলে কর গুনতে হবে উগান্ডার নাগরিকদের। এমনই আইন জারি করল ইওয়েরি মসুভেনি সরকার। শুধুই সোশ্যাল অ্যাপ নয়, মানি-অ্যাপের ক্ষেত্রেও একই নিয়ম বলবত্ করা হয়েছে। সোশ্যাল মাধ্যমে সময় কাটালে প্রতি দিন ২০০ শিলিংস (ভারতীয় মুদ্রায় সাড়ে ৩টাকার কাছাকাছি) খরচ করতে হচ্ছে সে দেশের নাগরিকদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lSrBog

July 03, 2018 at 06:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top