মুম্বাই, ১০ জুলাই- মুক্তির দ্বিতীয় সপ্তাহেই রণবীর কাপুর অভিনীত সঞ্জু সিনেমার গায়ে লেগেছে ব্লকবাস্টারের তকমা। এখন পর্যন্ত বক্সঅফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২৭১ কোটি রুপি। কয়েকদিনের মধ্যে এটি প্রবেশ করতে যাচ্ছে ৩শ কোটির ক্লাবে। এদিকে সঞ্জু সিনেমার পরিচালক রাজকুমার হিরানি আবারও রণবীরকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, এমন গুঞ্জন বইছে বলিউড পাড়ায়। ভারতীয় গণমাধ্যমের একটি সূত্র জানিয়েছেন, সঞ্জু সিনেমার প্রচারণার সময় রণবীর হিরানির সঙ্গে পুনরায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন রণবীর হিরানিকে প্রশ্ন করেন, তাকে নিয়ে এই পরিচালক কয়টি সিনেমা নির্মাণ করতে চান? উত্তরে থ্রি ইডিয়টসখ্যাত নির্মাতা বলেন, তোমাকে নিয়ে আমি আরও ৫টি সিনেমা করব। হিরানি এর আগে সঞ্জয় দত্তকে নিয়ে নির্মাণ করেছিলেন মুন্নাভাই এমবিবিএস ও লাগে রাহো মুন্নাভাই এবং আমির খানকে নিয়ে থ্রি ইডিয়টস ও পিকে। পিকেতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রণবীর কাপুরও। সঞ্জু বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনের উত্থান-পতনের নানা ঘটনা নিয়ে নির্মিত। জীবনের বিপদ, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ এই তারকার সবকিছুই থাকছে সিনেমাটিতে। রণবীর ছাড়াও এতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, দিয়া মির্জা, আনুশকা শর্মা প্রমুখ। সঞ্জু গত ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এমএ/ ০৮:৪৪/ ১০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L9b0HW
July 11, 2018 at 03:01AM
10 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top