ম্যানিলা, ২৬ জুলাইঃ এশিয়ার নোবেল পুরস্কার বলে পরিচিত রামন ম্যাগসেসে পুরস্কার জিতলেন বাস্তবের র্যাঞ্চো ওরফে সোনম ওয়াংচুক। শ্রীনগর এনআইটির এই প্রাক্তনী ১৯৮৮ সালে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করার পর লাদাখের ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার জন্য প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। যার মাধ্যমে লাদাখের ৯৫ শতাংশ পড়ুয়ার জীবন বদলে যায়। উল্লেখ্য, সোনম ওয়াংচুকের এই কাজ পরবর্তীকালে আমির খান অভিনীত থ্রি ইডিয়টস সিনেমায় ফুটিযে তোলা হয়। ওই সিনেমায় র্যাঞ্চো ওরফে ফুংসুক ওয়াংড়ু বিশ্বসেরা ইঞ্জিনিয়ার হওযা সত্ত্বেও লাদাখের কচিকাচাদের জন্য তৈরি করেছিলেন উদ্ভাবনী শক্তি বিকাশের একটি প্রতিষ্ঠান। সোনম ওয়াংচুক ছাড়াও এবার ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন আরও এক ভারতীয় নাগরিক তথা মনোরোগ বিশেষজ্ঞ ভরত ভাটওয়ানি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OeGTAJ
July 26, 2018 at 11:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন