টরন্টো, ২১ জুলাই- টরন্টো ডিসট্রিক্ট স্কুল বোর্ডের সেরা ৪ শিক্ষার্থীর একজন হলেন বাংলাদেশি মির্জা নাহিয়ান। গড়ে ৯৯ থেকে ৯৯.৩ শতাংশ নম্বর পেয়ে শীর্ষ শিক্ষার্থী হয়েছেন তিনি। কানাডার সিটি নিউজ আজ শুক্রবার এই সেরা শিক্ষার্থীদের নিয়ে একটি সংবাদ প্রচার করে। ওই সংবাদের এক সাক্ষাৎকারে মির্জা নাহিয়ান তাঁর ভালো ফলাফলের জন্য বাবা-মার অবদানের কথা উল্লেখ করেন। বলেন, আমাদের জন্য ভালো শিক্ষাব্যবস্থার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমার বাবা-মা এদেশে এসেছিলেন। তাঁরা নিরলসভাবে আমার জন্য কাজ করেছেন। আমার এই ভালো ফলাফল তাঁদের শ্রম এবং আমার পরিশ্রমকেও সার্থক করেছে। বাকি ৩ সেরা শিক্ষার্থী হলেন ইথান ম্যাকটাভিস, লওরিন টালবোট, এবং বাসিল মোন্টাগনিস। সূত্র: সিবিএন২৪ আর/০৭:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Lqr2Ay
July 21, 2018 at 02:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top