বিশ্বকাপের শুরু থেকেই চোখ ধাঁধানো পারফরম করে আসছিলেন এমবাপ্পে। অপরদিকে এবারের বিশ্বকাপে তেমন একটা সুবিধা করে উঠতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে বিধ্বস্ত করে দ্বিতীয়বার শিরোপা জিতেছে ফ্রান্স। ফরাসিদের বিশ্বজয়ের নেপথ্য নায়ক এমবাপ্পে। এবারের বিশ্বমঞ্চের অন্যতম সেরা পারফরমার তিনি। জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। সেটিই ভীতি জাগাচ্ছে নেইমারকে! না জানি পিএসজির এক নম্বর তারকা বনে যান তিনি! আর তাই, ফরাসি ক্লাবটির অঘোষিত কিং নেইমার চাচ্ছেন না-এক বনে দুই রাজা হোক। এ জন্য এমবাপ্পেকে তাড়িয়ে দিতে পিএসজি কর্তৃপক্ষের কাছে দাবি তুলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। নেইমারের ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে রিয়াল মাদ্রিদ। তাকে আর চায় না স্প্যানিশ জায়ান্টরা। ফলে আপাতত পিএসজিতেই থাকতে হচ্ছে ব্রাজিল যুবরাজকে। অপরদিকে এমবাপ্পে নিজ থেকেই না করে দেন রিয়াল মাদ্রিদের কর্তৃপক্ষকে। ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় তার ওপর চোখ পড়েছিল রিয়াল মাদ্রিদের। তাকে পেতে দেনদরবারও চালায় লস ব্লাঙ্কোজরা। কিন্তু ১৯ বছরের এই বিস্ময় সাব জানিয়ে দেন, তিনি পিএসজিতেই থাকছেন। তিনি বলেন, এখানকার খেলা আমার সঙ্গে যায়। আপাতত অন্য কোথাও যাচ্ছি না। তবে, পিএসজিতেই থাকার জন্য কর্তৃপক্ষকে কঠিন শর্ত জুড়ে দিয়েছেন নেইমার। তিনি জানান, সবার আগে বের করে দিতে হবে কিলিয়ান এমবাপ্পেকে! ফুটবল বিষয়ক সাময়িকী বলস ডট আইই জানাচ্ছে এমনটাই। তারা নেইমারের উদ্বৃত্তি দিয়ে বলছে, এমবাপ্পেকে তাড়িয়ে দিতে পিএসজি কর্তৃপক্ষের কাছে দাবি তুলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বলেছেন, প্যারিসে তিনি ভালো আছেন, সুখে আছেন। এখানেই থাকতে চান। তবে এক শর্তে। এমবাপ্পেকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে হবে। এখন দেখার বিষয়, দুই সুপারস্টারের এই ধ্রুপদী লড়াইয়ে কে জেতেন? নেইমার নাকি এমবাপ্পে! সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/১৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zU61ti
July 20, 2018 at 06:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top