কুরিয়ারে গাঁজা পাচার, শিলিগুড়িতে গ্রেফতার তিন

শিলিগুড়ি, ২৩ জুলাইঃ লরি,ছোটো গাড়ির পর এবারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচারের অভিযোগ উঠল শিলিগুড়িতে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্টে। এদের  মধ্যে একজন কুরিয়ার সংস্থার ম্যানেজারও রয়েছে। ধৃতরা হল, গৌতম গুপ্তা, মহম্মদ ফিরোজ আলম এবং সন্দীপ জৈন। গৌতম বিহার, ফিরোজ এনজেপি এবং সন্দীপ শিলিগুড়ির বাসিন্দা। এদের মধ্যে সন্দীপ কুরিয়ার সংস্থার ম্যানেজার বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে ১০৩.৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। অভিযুক্তদের মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমনিশনার(ডিডি) নগেন্দ্র ত্রিপাঠি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Le96cS

July 23, 2018 at 10:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top