কলকাতা থেকে কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু নতুন ট্রেনের

কলকাতা, ৩ জুলাইঃ ভ্রমণপ্রিয়দের জন্য সুখবর। কলকাতা থেকে জম্মু-কাশ্মীরে যাওয়ার জন্য এবার ট্রেনের সংখ্যা বাড়াল রেলমন্ত্রক। কলকাতা থেকে কাশ্মীরে যাওয়ার জন্য এতদিন মূলত দু’টি ট্রেনের উপর ভরসা করতে হত। তবে যাত্রীদের কথা মাথায় রেখেই এবার যাত্রা শুরু করল শিয়ালদহ-জম্মু-তাওয়াই হমসফর এক্সপ্রেস।

পূর্ব রেল সূত্রে খবর, আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকেই যাত্রা শুরু করছে শিয়ালদহ-জম্মু-তাওয়াই হমসফর এক্সপ্রেস। ৯ জুলাই থেকে ট্রেনটি শিয়ালদহ থেকে নিয়মিত যাত্রা শুরু করবে। সাপ্তাহিক এই ট্রেনটি প্রতি সোমবার দুপুর ১টা ১০ মিনিটে শিয়ালদহ থেকে রওনা দিয়ে পরদিন রাত সাড়ে ১১টায় জম্মুতে পৌঁছাবে। আবার জম্মু থেকে প্রতি বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে রওনা দিয়ে পরদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tORpWv

July 03, 2018 at 02:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top