এশিয়া কাপের সূচি নিয়ে ক্ষুব্ধ শেহবাগ, বিরাটদের না খেলার পরামর্শ

দুবাই, ২৬ জুলাইঃ গতকাল প্রকাশিত হয় আগামী এশিয়া কাপের সূচি। সেখানে ভারতের ১৮ ও ১৯ সেপ্টেম্বর পর পর দুদিনে দুটো ম্যাচ। আর দ্বিতীয় দিনে ভারতকে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে  দুবাইয়ে। এমনিতেই সেখানে খুব গরম। তার মধ্যে পর পর দু-দিনে দুটি ম্যাচ। সব মিলিয়ে পরিস্থিতি পুরোপুরি বিরাট কোহলির দলের বিরুদ্ধে। এই নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। সূচী বদল না করলে তিনি বিরাটদের এশিয়া কাপ বয়কট করার পরামর্শ দেন। বৃহস্পতিবার বীরু জানিয়েছেন, ‘এই ধরনের ক্রীড়াসূচি দেখে আমি সত্য়ি অবাক। আয়োজকরা সূচি নির্ধারণ করার আগে কোনও চিন্তা-ভাবনা করেনি মনে হয়। দুবাইয়ের প্রচণ্ড গরমে পর পর দুদিন দুটো ম্যাচ খেলা কি সম্ভব?’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AbN05Q

July 26, 2018 at 05:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top