শিলিগুড়ি,৭জুলাইঃ দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে চারজনকে গ্রেফতার করল সিআইডির উত্তরবঙ্গ শাখা। শনিবার দুপুরে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির রায়পাড়া এলাকা থেকে ওই চারজনকে গ্রেফতার করে সিআইডি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল নির্মল রায়, কন্দর্প দাস, রতন অধিকারী ও ডিপি প্রসাদ রায। এদের মধ্যে নির্মল রায এবং কন্দর্প দাস অসমের বাসিন্দা,রতন অধিকারী কোচবিহার এবং ডিপি প্রসাদ রায়। ধৃতরা সকলেই দি গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশনের (জিসিএলও) সদস্য বলে জানা গিয়েছে। ধৃতদের দাবি মোট ৮৫০ সদস্য রয়েছে এই সংগঠনের। কোচবিহার ছাড়াও অসম,দিল্লী,মুম্বাইয়ে সংগঠনের কার্যকলাপ রয়েছে বলে খবর।
কিছুদিন আগেই জিসিএলও নামে এই সংগঠন তৈরি করে নির্মল রায়। সূত্রের খবর,এই সংগঠনকে জঙ্গি সংগঠন পরিচয় দিয়ে সম্প্রতি একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করে নির্মল রায়। সেই ভিডিও বার্তায় উস্কানিমূলক বক্তব্য রয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ভিডিওটিতে উত্তরবঙ্গ ও অসমে ভারত ভুক্তি চুক্তি পালন করা হবে এবং তা বাধা দিতে এলে গুলি চলবে এবং বোম ফাটানো হবে বলে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভিডিওটি পোষ্ট হওয়ার পরেই বিষয়টি নজরে আসে কোচবিহার জেলা প্রশাসনের। এরপরেই এই সংগঠনের উপরে নজরদারি শুরু করে প্রশাসন। যৌথভাবে সিআইডি এবং পুলিশ পুরো বিষয়টির উপরে নজরদারি শুরু করে। এদিন নির্মল রায সহ মোট চারজন নকশালবাড়ি এলাকায় সংগঠনের কাজে শিলিগুড়িতে আসছে বলে খবর আসে। এরপরেই সিআইডির একটি দল নকশালবাড়ির রায়পাড়া এলাকায় হানা দেয়। সূত্রের খবর, অভিযুক্তদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ubMdLP
July 07, 2018 at 10:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন