এলাহাবাদ, ৩ জুলাইঃ মসজিদের বর্ধিত অংশ ভেঙে ফেললেন মুসলিমরাই। উত্তরপ্রদেশ সরকার কুম্ভ মেলার জন্য রাস্তা সম্প্রসারণ ও উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিয়েছে। কিন্তু প্রকল্প রূপায়ণে বাধা হয়ে দাঁড়াচ্ছিল কিছু ধর্মীয় স্থানের সম্প্রসারিত অংশ। প্রতিবন্ধকতা দূর করতে এলাহাবাদ উন্নয়ন পর্ষদের তরফে বোঝানো হয়। বলা হয়, মসজিদের অতিরিক্ত অংশ বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁরা বিষয়টিবোঝার পর নিজেরাই মসজিদের সম্প্রসারিত অংশটি ভেঙে দেন। সাম্প্রদায়িক সম্প্রীতি য়াতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই এলাহাবাদ উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা বৈঠক করেছিলেন। মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিরা বিষয়টি বোঝায় কোনো সমস্যা হয়নি। কুম্ভমেলার জন্য মসজিদ কর্তৃপক্ষের এই কাজ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নজির বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
Allahabad: Muslims have demolished parts of various mosques in old city area as they were built on govt land, say, 'we have done this by our own will. These sections were built on govt land have been demolished. Govt is widening roads ahead of Kumbh mela & we support it.' pic.twitter.com/9yJHgaqfKb
— ANI UP (@ANINewsUP) July 3, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lSKozP
July 03, 2018 at 09:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন