সোনারপুর, ৩০ জুলাইঃ সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মায়ের উপর অত্যাচারের অভিযোগ উঠল ছেলে ও বউমার বিরুদ্ধে। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ছেলে ও বউমাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারপুর থানা এলাকার মিশনপল্লির বাসিন্দা ৭৬ বছরের অর্চনা কোলে। ২৯ বছর আগে স্বামী মারা গেছেন। স্বামীর কর্মস্থান থেকে পাওয়া অর্থ দিয়ে মিশনপল্লি এলাকায় বাড়ি তৈরি করেছিলেন তিনি। বাড়ি তাঁরই নামে বলে জানান অর্চনাদেবী। ছেলে প্রসেনজিৎ কোলের সঙ্গে একই বাড়িতে থাকেন তিনি।
অর্চনাদেবী জানান, দু’বছর আগে ছেলে প্রসেনজিৎ পম্পা সাহা নামে এক ডিভোর্সি মহিলাকে বিয়ে করে। সম্প্রতি প্রসেনজিত্ এই বাড়ি সহ সমস্ত সম্পত্তি স্ত্রী পম্পার নামে লিখে দেওয়ার কথা তাঁকে জানায়। কিন্তু তিনি তাতে রাজি হননি। অভিযোগ, এরপর থেকেই অর্চনাদেবীর ওপর অকথ্য অত্যাচার শুরু করে ছেলে ও বউমা। নানাভাবে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। শারীরিক নির্যাতনের পাশাপাশি তাঁর সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। অবশেষে পুলিশের দ্বারস্থ হন অর্চনাদেবী। ছেলে ও বউমার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে প্রসেনজিৎ ও পম্পাকে গ্রেফতার করে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AunuZs
July 30, 2018 at 07:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন