বেপরোয়া ট্রেনের ধাক্কায় ফের মৃত্যু মা ও শাবক হাতির

নাগরাকাটা, ৬জুলাই: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একসাথে দুটি হাতির। ঘটনাস্থল সেই রেডব্যাংক ও দেবপাড়া চা বাগানের মাঝামাঝি, যেখানে মাসখানেক আগেই একইভাবে আরেকটি হাতির মৃত্যু হয়েছিল। এই নিয়ে চাপড়ামারি থেকে বানারহাট পর্যন্ত এই রেললাইনে গত ছয় মাসে চারটি হাতির মৃত্যু হল। শুক্রবার সকাল সওয়া সাতটা নাগাদ চারটি হাতির একটি দল ওই এলাকা দিয়ে লাইন পার হচ্ছিল। ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে পালটি বৃহস্পতিবার রাতে ডায়না বাগানে ঢুকেছিল এদিন সকালে তারা রেল লাইন টপকে ফের জঙ্গলে ফিরছিল। তখনই শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশনগামী ডিএমইউ ট্রেনের সঙ্গে প্রথমে শাবকটির ও পরে মা হাতির ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের ধাক্কায় হাতি দুটি লাইন থেকে ছিটকে পাশের ঢালু জমিতে পড়ে যায়।  ঘটনাস্থলেই মৃত্যু হয় দুটি হাতির। ট্রেনটি কিছক্ষণ দাঁড়িয়ে ফের চলে যায়। ডুয়ার্স রুটের ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা এসে দেহ দুটি ঊদ্ধারের কাজ শুরু করেছেন। ডুয়ার্সের আবার ট্রেনের ধাক্কায় পরপর হাতিমৃত্যুর ঘটনায় পরিবেশপ্রেমী সংগঠনগুলি থেকে শুরু করে বন দপ্তরের কর্তারা প্রচণ্ড ক্ষুব্ধ। সাতসকালে কীভাবে ট্রেনচালক হাতিদের দলটি দেখতে পেলেন না, সেনিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। জঙ্গল এলাকায় ট্রেনের গতিবেগ নিয়েও অনেকে বিরক্ত। অনেকেই বলছেন, নির্ধারিত গতিবেগের বেশি থাকার জন্যই ট্রেনটি থামাতে পারেননি চালক। শুধু তাই নয়, ট্রেনের গতিবেগ এতটাই ছিল যে ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়েই মা ও শাবক হাতিটি মারা যায়।

ছবিঃ ট্রেনের ধাক্কায় মৃত হাতি।–কৌশিক শীল

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IVxs5i

July 06, 2018 at 10:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top