ভুটভুটি উলটে গুরুতর জখম পাঁচজন

রায়গঞ্জ, ৫ জুলাইঃ বিয়ে বাড়ি যাওয়ার পথে ভুটভুটি উলটে গুরুতর জখম হলেন পাঁচজন। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শংকরপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। আহতরা হলেন জয়নাল আলি(১৮), মুয়ীদুর রহমান (২১), তাজরুল আলি (১৬), বাহাদুর আলি(১৭) ও মঞ্জির হোসেন(২০)। তাঁদের বাড়ি ইটাহার থানার চেরামাটি গ্রামে। দুর্ঘটনায় মঞ্জির হোসেনের শরীরের কিছু অংশ ভুটভুটির গরম জলে  পুড়ে গিয়েছে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tWV8BL

July 05, 2018 at 08:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top