শ্রীনগর, ১০ জুলাইঃ সেনা জঙ্গি সংঘর্ষে আহত এক জওয়ান ও এক অফিসার। আহত হয়েছেন তিন জন সাধারণ নাগরিকও। আহতদের আর্মি হাসপাতালে ভরতি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
৫-৬ জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে মঙ্গলবার ভোর ৪.১৫ মিনিট থেকেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের কুন্দলন এলাকায় তল্লাশি অভিযানে নামে ৩৪ আরআর, এসওজি এবং সিআরপিএফ। এনকাউন্টারে ২ জঙ্গি খতম হয়েছে বলে পুলিশের অনুমান, তবে জঙ্গিদের দেহ না পাওয়া পর্যন্ত এখনই সেই খবর নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে, এলাকার বেশ কিছু যুবক সেনাবাহিনীকে লক্ষ্যে করে পাথর ছুঁড়তে শুরু করে। তাদের নিয়ন্ত্রণ করতে স্মোক শেলস ছোঁড়ে সেনাবাহিনী।
ইন্টারনেট পরিষেবাও আপাতত বন্ধ রাখা হয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও জারি লড়াই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uenfMX
July 10, 2018 at 12:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন