তামিলনাড়ু, ১০ জুলাই- তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের জেরে গত ৭ জুলাই বিয়ের মণ্ডপে প্রবেশ করে পুলিশ। পুলিশের তদন্তকারী অফিসারদের উপস্থিতিতে বিয়ের আসরের তাল কেটে যায়। ভেস্তে যায় মিঠুন চক্রবর্তীর পুত্র মিমোর বিয়ে। তবে যাবতীয় সমস্যা পিছনে পেলে এদিন সাতপাকে বাঁধা পড়েন মিমো। এদিন এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সম্পন্ন হয় মিমোর। তামিলনাড়ুর উটিতে সম্পন্ন হয়েছে বিয়ে। সেখানে মিঠুনের এক হোটেলে আসর বসে মহাক্ষয় ওরফে মিমোর বিয়ের। উল্লেখ্য, পাত্রী মাদালসা শর্মার সঙ্গে এর আগে মার্চ মাসে বাগদান পর্ব হয়ে যায় মিমোর। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে ৭ তারিখ বিয়ের আসরবসে। তবে বিয়ের ঠিক কিছুদিন আগেই মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, অভিযোগকারিনী মহিলার দাবি ছিল, মিমো তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেন। এরপরই তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত হয়ে আগাম জামিনে ছাড়া পান মিমো ও তাঁর মা যোগীতা বালি। উল্লেখ্য, মিমো ও মাদলসার আইন অনুযায়ী বিয়ে আগেই হয়ে গিয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এর আগে , গতকাল বিয়ের সঙ্গীত পর্বের আয়োজন হয়ে যায়। তবে , একবার বিয়ে ভেস্তে যাওয়ার পর, এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকা ছোট রাখা হয়েছে। এমএ/ ০৯:৩৩/ ১০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L4wky0
July 11, 2018 at 03:42AM
10 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top