তাজমহল সুরক্ষায় ‘আলস্য’দেখাচ্ছে কেন্দ্র, বলল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ১১ জুলাইঃ তাজমহলের সুরক্ষায় ব্যবস্থা নিতে ‘আলস্য’ দেখাচ্ছে কেন্দ্র ও তার কর্তাব্যক্তিরা। তিরস্কারের সুরে এমনটাই বলল বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সুপ্রিমকোর্টের বেঞ্চ। পাশাপাশি তাজমহলের সংরক্ষণ, সুরক্ষায় ভিশন ডকুমেন্ট পেশ করতে না পারার জন্য উত্তরপ্রদেশ সরকারেরও প্রতিও তীব্র অসন্তোষ জানিয়েছেন বিচারপতিরা। তাঁরা বলেছেন, তাজ রক্ষায় সংসদীয় স্ট্যান্ডিং কমিটি রিপোর্ট দিলেও সরকার কোনও সুস্পষ্ট পদক্ষেপ করেনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JhWYly

July 11, 2018 at 03:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top