মঙ্গলে প্রাণের সম্ভাবনা বেড়েছে, দাবি জাপানি মহাকাশচারীর

টোকিও, ২৭ জুলাইঃ মঙ্গলগ্রহে জল ভরতি হ্রদ থাকার দাবি সত্যি হলে সেখানে প্রাণের অস্তিত্বের জোরালো সম্ভাবনা রয়েছে। জাপানি মহাকাশচারী নরিশিগে কানাইযে মতে, ‘এখনও পর্যন্ত পৃথিবী ছাড়া কোথাও প্রাণের অস্তিত্ব মেলেনি। কিন্তু মহাবিশ্ব এতই বড়ো যে সেখানে প্রাণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মঙ্গলে যদি সত্যিই জলাশয় থাকে তবে সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে বলেই মনে হয়।’

কযেদিন আগে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা অর্বাইটিং মার্স এক্সপ্রেস স্পেসক্রাফ্টের পর্যবেক্ষণে মঙ্গলগ্রহে হ্রদের কথা জানা যায়। ইতালির মহাকাশ গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ রবার্তো ওরোসেই জানিয়েছেন, ‘লাল গ্রহের দক্ষিণ অংশে সাদার্ন আইস শিট অঞ্চলে  ২০ কিলোমিটার দীর্ঘ একটি হ্রদের অস্তিত্ব পাওয়া গিয়েছে। হ্রদটি জলে ভরতি। তবে সেটি ১.৫ কিলোমিটার  পুরু বরফের তলায় চাপা রয়েছে। তাই মঙ্গলপৃষ্ঠের উপর থেকে হ্রদটি নজরে আসছে না।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2mMnHh6

July 27, 2018 at 09:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top