বহরমপুর, ৪ জুলাইঃ কোলকাতায় চিনা মাদক উদ্ধারের সঙ্গে যোগ রয়েছে মুর্শিদাবাদের- এমনটাই অনুমান করছে সিআইডি-র তদন্তকারী দল। ধৃত ৫ চিনা নাগরিকের কাছ থেকে পাওয়া গিয়েছে বেলডাঙার ট্রেনের টিকিট। এরপরেই ধৃতদের নিয়ে মুর্শিদাবাদের নওদায় তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি। এলাকার একটি বন্ধ চারকোল কারখানাকে ঘিরে দানা বেঁধেছে রহস্য। স্থানীয় সূত্রে খবর, প্রায় বছর চারেক আগে নওদার মধুপুরে একটি চারকোল কারখানা তৈরি হয়। এই কারখানায় মূলত পাটকাঠি পুড়িয়ে কয়লা তৈরীর কাজ হতো। তার আড়ালে মাদক তৈরি বা অন্য কোনো কাজ হত কি না- সে বিষয়ে জানেন না কেউই। প্রায় বছর খানেক ধরেই বন্ধ রয়েছে কারখানা। স্থানীয়রা জানিয়েছে, এই কারখানায় জনা কয়েক চিনাদের আসা যাওয়া ছিল। পাশাপাশি কারখানার কয়েকটি ঘরে সাধারণের প্রবেশ নিষেধ ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই সূত্র ধরে বুধবার ধৃত ৫ চিনা নাগরিককে নিয়ে ওই কারখানায় হানা দেয় সিআইডি। সেখান থেকে উদ্ধার হয় মাদক তৈরির নমুনা, ল্যাপটপ, ট্যাব ও বেশকিছু নথিপত্র। চিনা মাদকপাচারের সঙ্গে জড়িত এই কারখানা- সন্দেহ ঘনীভূত হলে তদন্তের স্বার্থে অনির্দিষ্ট কালের জন্য সিল করে দেওয়া হয়েছে চারকোল কারখানাটি। এই পাচারকাণ্ডের সঙ্গে আরও কে বা কারা জড়িত সেবিষয়ে তদন্ত শুরু করেছে সিআইডি।
সংবাদদাতাঃ মিঠুন হালদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lSUtNd
July 04, 2018 at 09:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন