হিমার কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

গুয়াহাটি, ২৮ জুলাইঃ চলতি মাসেই ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে সোনা জিতেছেন অসমের হিমা দাস। কিন্তু এহেন হিমার কোচের বিরুদ্ধেই যৌন হেনস্তার অভিযোগ আনলেন হিমার সঙ্গেই গুয়াহাটিতে প্র‌্যাকটিস করা এক অ্যাথলিট। দীর্ঘদিন চুপ করে থাকার পর সেই অ্যথলিট এপ্রসঙ্গে বলেছেন, প্রথমবার ২০১৭ সালের ডিসেম্বরে আমি স্কুল গেমস ফেডারেশনের জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট খেলে ফিরছিলাম। সেসময় ট্রেনের মধ্যে হঠাৎই উনি আমাকে জড়িয়ে ধরেন। বিষটি আমার কিছুটা অদ্ভুত লেগেছিল। তবে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়েছিলাম।

তবে দ্বিতীয় যে ঘটনাটি নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাথলিট সামনে এনেছেন সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, চলতি বছরের মে মাসে গুয়াহাটির সরুসাজি স্টেডিয়ামে প্র‌্যাকটিসের পর আমি বাথরুমে যাওয়ার অনুমতি চাইলে বাথরুম খুঁজে পেতে অসুবিধা হবে দেখে উনি নিজেই আমাকে সেখানে নিয়ে যান। আমার সন্দেহ হওয়াতে আমি স্যারকে সেখান থেকে চলে যেতে বলি। কিন্তু হঠাৎই উনি জামাকাপড় খুলে আমার উপর ঝাঁপিয়ে পড়েন। পাশাপাশি এই ঘটনার কথা কাউকে জানালে ট্রেনিং থেকে বহিষ্কারেরও হুমকি দেন। ওনার অধীনে একবছর প্র‌্যাকটিস করলেও কখনই নিজেকে সুরক্ষিত মনে হয়নি। কেরিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ওনার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়নি।

২২ জুন ওই অ্যাথলিটের পরিবারের তরফে বশিষ্ঠ থানায় নিপনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের হলেও গ্রেফতারের পরদিনই নিপন জামিন পেযে যান। এপ্রসঙ্গে বশিষ্ঠ থানার ওসি নবজিৎ দাস বাঘরি বলেছেন, অভিযুক্তর বিরুদ্ধে মামলা দাঁড় করানো যায়নি। তবে সেটাকে ৩৭৭ নম্বর ধারার অধীনে আনার চেষ্টা চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v7ZjdA

July 28, 2018 at 09:28PM
28 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top