তিনমূর্তি ভবন কমপ্লেক্সে তৈরি হতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রীদের মিউজিয়াম

নয়াদিল্লি, ২৭ জুলাইঃ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের সংগ্রহশালা বা মিউজিয়াম হবে রাজধানীর তিনমূর্তি ভবন কমপ্লেক্সে। জানা গিয়েছে, এই সিদ্ধান্ত জানিয়েছেন নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি (এনএমএমএল)-এর ডিরেক্টর শক্তি সিনহা। তিনমূর্তি ভবনে ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর সরকারি আবাস। তাঁর স্মৃতিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আওতায় সেখানে একটি স্বশাসিত সংস্থা হিসাবে ওই মেমোরিয়াল স্থাপিত হয়। এি বিষয়ে সিনহা জানিয়েছেন, তিনমূর্তি ভবন কমপ্লেক্সের ২৫ একর জমির এস্টেটে সব প্রধানমন্ত্রীর মিউজিয়াম হবে। এজন্য ২৮০ কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়েই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রধানমন্ত্রীদের মিউজিয়াম নির্মাণ করা হবে বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uW4XQC

July 27, 2018 at 03:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top