সেনার হাতে আসছে অগ্নি-৫

নয়াদিল্লি, ১ জুলাইঃ  ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অগ্নি-৫।  পাঁচহাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটির নাগালে রয়েছে গোটা চিন। সূত্রের খবর, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ তুলে দেওয়া হবে সেনাবাহিনীর স্ট্র‌্যাটেজিক ফোর্সেস কমান্ডের (এসএফসি) হাতে। অগ্নি-৫ সেনাকে হস্তান্তরের আগে ক্ষেপণাস্ত্রটির যাবতীয় খুঁটিনাটি পরীক্ষা করে দেখা হচ্ছে। গত মাসে ওডিশা উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। সেবার নির্দিষ্ট লক্ষ্য নিখুঁতভাবে আঘাত করতে সফল হয়েছিল অগ্নি-৫। এই অস্ত্র পাওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর শক্তি বেশ কয়েগুণ বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটির আওতায় শুধু বেজিং নয়, সাংহাই, গোয়াংঝুর মতো সবকটি বড়ো শহর চলে আসবে। আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্সের মতো কয়েকটি দেশের কাছেই অগ্নি-৫-এর সমতুল্যব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IH5OJ4

July 01, 2018 at 09:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top