পাকিস্তানে এই প্রথম সাধারণ নির্বাচনে জয় হিন্দু নেতার

ইসলামাবাদ, ২৮ জুলাইঃ পাকিস্তানের সাধারণ নির্বাচনে এই প্রথম জয়ী হলেন কোনও হিন্দু প্রার্থী। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র এই নেতার নাম মহেশ কুমার মালানি। ১৬ বছর পর এই প্রথম কোনও অ-মুসলিম ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়ানোর সুযোগ পেল। জানা গিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলির থারপার্কার-২ আসন থেকে মোট ১৪ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হন মহেশ মালানি। তিনি ১,০৬,৬৩০টি ভোট পান।

২০১৩-য় সিন্ধু অ্যাসেম্বলিতে প্রথম অমুসলিম হিসেবে ভোটে জেতেন মহেশ মালানি। অ্যাসেম্বলির স্ট্যান্ডিং কমিটি অন ফুডে তিনি চেয়ারপার্সন ছিলেন। এছাড়াও গত সরকারের আমলে একাধিক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Aj3Sre

July 28, 2018 at 05:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top