ওদলাবাড়িতে সাপের কামড়ে মৃত্যু গ্রামীণ চিকিত্সকের

ওদলাবাড়ি, ৩০ জুলাইঃ সাপের কামড়ে মৃত্যু হল এক গ্রামীণ চিকিৎসকের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথরঝোড়া চা বাগান এলাকায়। জানা গিয়েছে, মেহেবুব আলম(৪২) নামে ওই ব্যক্তি নিজের চেম্বারে রোগী দেখে ঘরে যাবার পর ওই ঘটনাটি ঘটে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। মালে পৌঁছে চিকিৎসা শুরুর আগেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃতের পরিবারকে সরকারি নিয়মানুযায়ী আর্থিক ক্ষতিপূরন দেওয়া হবে বলে প্রসাশন সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে, বর্ষা শুরু হতেই একের পর এক বিষাক্ত সাপ উদ্ধারের পাশাপাশি সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করেছে। শনিবার রাতে ডামডিম বাজারের তৃপ্তি প্রসাদের পর মেহবুব আলম-এর মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K6piYh

July 30, 2018 at 11:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top