ইম্ফল, ২৪ জুলাইঃ মণিপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অপসারণের দাবিতে ছাত্রদের আন্দোলন। যা গিয়ে পৌঁছাল রাজ্য বিধানসভা পর্যন্ত। উত্তপ্ত হয়ে উঠল মণিপুর বিধানসভা চত্বর। সোমবার মণিপুর বিধানসভায় অধিবেশন চলাকালীন মণিপুর ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের তরফে বিধানসভা ঘেরাও করা হয়। পরে তারা বিধানসভায় ঢুকতে চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্য করে বলে অভিযোগ। এরপর বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মণিপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আদ্য প্রসাদ পাণ্ডের অপসারণের দাবি জানিয়ে আসছে পড়ুয়ারা। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uIq0WQ
July 24, 2018 at 11:43AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন