ঢাকা, ১৩ জুলাই- দেশী-বিদেশী গণমাধ্যমে গত কয়েকদিন ধরেই বলা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করতে পারেন মাশরাফি বিন মর্তুজা। কেন না গত দুই সপ্তাহ যাবত জ্বরে ভুগছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সহধর্মিণী সুমনা হক। যার কারণে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিন দিন। স্ত্রীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত সময় পার করায় এক সপ্তাহ ধরে অনুশীলন করতে পারেননি মাশরাফি। স্ত্রীর অসুস্থতার কারণে কথা উঠেছিল এই সফরে হয়তো যাওয়া হচ্ছেনা ওয়ানডে অধিনায়কের। তবে মাশরাফির পারিবারিক সূত্র এর আগে আরটিভি অনলাইনকে নিশ্চিত করে ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন মাশরাফি। এপোলো তে চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ হয়ে উঠছেন মাশরাফির সহধর্মীনি। আজ শুক্রবার জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ জুলাই ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি। মাশরাফির সাথে যাওয়ার কথা ছিল ওয়ানডে দলে ডাক পাওয়া বাকি সদস্যদেরও। তবে তারা আজ শুক্রবার রওয়ানা করেছেন ওয়েস্ট ইন্ডিজের পথে। বাংলাদেশ ওয়ানডে দল মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান , তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি। ওয়ানডে সিরিজ প্রথম ওয়ানডে (গায়ানা) ২২ জুলাই, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা দ্বিতীয় ওয়ানডে (গায়ানা) ২৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১২টা তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস) ২৮ জুলাই, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা সূত্র: আরটিভি অনলাইন এমএ/ ০৮:৪৪/ ১৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2La4Z0w
July 14, 2018 at 02:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top