কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল সাধুর বিরুদ্ধে

 

শিলিগুড়ি, ২৪ জুলাইঃ  এক কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল সাধুর বিরুদ্ধে।  অবিলম্বে ওই কিশোরীকে উদ্ধারের দাবি নিয়ে মঙ্গলবার ইসকন মন্দিরে অবস্থানে বসেন কিশোরীর পরিবারের লোকেরা। কয়েক ঘন্টা পর ভক্তিনগর থানার আইসি অনুপম মজুমদারের হস্তক্ষেপে অবস্থান তুলে নেন পরিবারের লোকেরা।

গত ১৪ জুলাই ইসকন রোড সংলগ্ন গিতল পাড়ার এক কিশোরী নিখোঁজ হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, এক সাধু ওই কিশোরীকে নিয়ে পালিয়ে গিয়েছে। এরপর বিষয়টি নিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু নিখোঁজ হওয়ার সাতদিন পেড়িয়ে গেলেও এখনও পর্যন্ত ওই কিশোরীকে উদ্ধার কারা যায়নি। কিশোরীর পরিবারের দাবি, যেভাবেই হোক খুঁজে বেড় করতে হবে ওই কিশোরীকে।

ইসকন মন্দিরের সহ সভাপতি সুবিজয় গৌরদাস বলেন, অভিযুক্ত ওই সাধু ইসকন শিলিগুড়ির কেউ নয়। মাস তিনেক আগে উনি শিলিগুড়িতে এসেছিলেন চিকিৎসার জন্য। দেড়মাস আগে তিনি ফিরেও গেছেন। কিন্তু পরবর্তীতে কবে শিলিগুড়িতে এসেছিলেন, তা আমাদের জানা নেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JS00Nv

July 24, 2018 at 10:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top