ঢাকা, ২১ জুলাই- ১৯ মাস ধরে বাংলাদেশ শিল্পী সমিতির নির্ধারিত চাঁদা প্রদান না করায় ভোটাধিকার হারাতে পারেন নায়িকা শবনম বুবলী, নায়ক আরেফিন শুভ সহ আরো বেশ কয়েকজন তারকা। চলচ্চিত্র শিল্পী সমিতিতে খবর নিয়ে জানা গেছে, অনেক শিল্পী গত ১৯ মাস ধরে সমিতির নির্ধারিত চাঁদা প্রদান করছেন না। সমিতির গঠন তন্ত্র অনুযায়ী কোনো সদস্য যদি তিন মাস চাঁদা প্রদান না করেন তা হলে তাঁর সদস্য পদ স্থগিত করা হবে। আর ছয় মাস চাঁদা প্রদান না করা হলে তাঁর ভোটাধিকার স্থগিত করা হবে। যেহেতু ১৯ মাস ধরে অনেক শিল্পীই চাঁদা প্রদান করছেন না, তাই তাঁরা সদস্য পদ হারাতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, যারা চাঁদা দিচ্ছেন না তাঁরা সবাই তারকা শিল্পী যে কারণে আমরা এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমারা তাদের বিষয়টি জানিয়েছি। আশা করি দুই দিনের মাঝেই একটা সিদ্ধান্ত নেয়া যাবে। আশা করি, তাঁরা চাঁদা পরিশোধ করবেন। শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, আরেফিন শুভ ছাড়াও এই তালিকায় আছেন কাজী মারুফ, হেলাল খান, ডি এ তায়েব, ড্যানি সিডাক, ডলি জহুর, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, আহমেদ শরিফ, ইলিয়াস কোবরা, শাকিল খান ও মিষ্টি জান্নাত প্রমুখ। উল্লেখ্য, শিল্পীদের দেওয়া মাসিক চাঁদায় সমিতির কার্যক্রম পরিচালনা করা হয়। অফিসে মোট চারজন কর্মচারী রয়েছেন যাঁরা বিভিন্ন দ্বায়িত্ব পালন করে থাকেন। সমিতিতে এখন মোট ৪০১ জন সাধারণ সদস্য রয়েছেন। আজীবন সদস্য রয়েছেন ৪৭ জন শিল্পী। সূত্র: বিডি২৪লাইভ আর/১০:১৪/২১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JJv1D4
July 22, 2018 at 05:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন