অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষ, গতি কম থাকায় রক্ষা

ধূপগুড়ি, ১৪ জুলাইঃ অল্পের জন্যে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি অ্যাম্বুলেন্স। শনিবার বিকেলে ধূপগুড়ি হাসপাতাল থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ধূপগুড়ি ব্লকের জলঢাকা সেতু উপর হঠাত্ই উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। তবে গাড়ি দুটির গতি কম থাকায় বড়ো দুর্ঘটনার থেকে রক্ষা পায় অ্যাম্বুলেন্সটি। ঘটনার জেরে এদিন কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানা ও ট্রাফিক গার্ডের কর্মীরা। গাড়ি দুটিকে সরিয়ে নিলে সেতুর উপর দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে অপর একটি অ্যাম্বুলেন্সে রোগী ও তার পরিবারকে জলপাইগুড়ি পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NS0tT1

July 14, 2018 at 09:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top