নয়াদিল্লি, ২ জুলাইঃ উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সম্প্রতি একাধিক ভুয়ো সংঘর্ষ হয়েছে উত্তরপ্রদেশে। তার জবাব চেয়ে এদিন নোটিশ দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথ সরকারকে। ভুয়ো সংঘর্ষের অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (পিইউসিএল) এই অভিযোগে পিটিশন জমা দিয়েছে। তাতে মানবাধিকার সংগঠনটির তরফে তাদের আইনজীবী সঞ্জয় পারিখ দাবি করেছেন, সাম্প্রতিক কালে উত্তরপ্রদেশে ৫০০টি সাজানো এনকাউন্টার চালানো হয়েছে, যাতে ৫৮ জনের প্রাণহানি হয়েছে।
সেমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র ও দুই বিচারপতি এএম খানবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চেয়ে আদিত্যনাথ সরকারকে নোটিশ দিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KGkPN9
July 02, 2018 at 06:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন