স্বাধীনতা দিবসে দিল্লিতে হামলার ছক জইশের

নয়াদিল্লি, ১৯  জুলাই ঃ স্বাধীনতা দিবসে দিল্লিতে জঙ্গি হামলার ছক কষছে জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠী। ধরা পড়া তিন জঙ্গিকে জেরা করে এমনই তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। এরপরই রাজধানীতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সম্প্রতি তিন জইশ জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। ২০১৬ সালে নাগরোটা সেনা ছাউনিতে হামলার সঙ্গে যুক্ত ছিল এই তিনজন। তাদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন,  স্বাধীনতা দিবসের আগে জইশ-ই-মহম্মদ বেশ  কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিকে ভারতে পাঠাবে।  বুরহান ওয়ানি ও দলের অন্য কমান্ডারদের হত্যার বদলা নিতেই এই পদক্ষেপ করেছে জইশ। স্বাধীনতা দিবসের সময়  দিল্লিসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে তারা। হামলা হতে পারে কাশ্মীর উপত্যকাতেও। গোয়েন্দাদের থেকে জঙ্গি হামলার ব্যাপারে সতর্কবার্তা পেয়েই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। উচ্চপদস্থ কর্তাদের নিয়ে  বৈঠক করবেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক।  লালকেল্লার সামনে নিরাপত্তার আরও কড়াকড়ি করা হয়েছে।

ফাইল ফটো



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2mrX94A

July 19, 2018 at 12:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top