চালসায় পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক

চালসা, ৫ জুলাইঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত এক। মৃত যুবকের নাম অজয় রাজভর(২৩) ওরফে পুতুল। বাড়ি মেটেলি ব্লকের বাতাবাড়ি দিঘির পাড় এলাকায়। জিনি গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে পুতুল ও তার বন্ধু নিত্য সরকার একটি স্কুটি করে লাটাগুড়ির দিকে যাচ্ছিল। গরুমারা ও লাটাগুড়ি বনাঞ্চলের মাঝে মহাকালধাম সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ওপরে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত পুতুলকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। আহত নিত্য সরকার চালসার মঙ্গলবাড়ী গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। মৃতদেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KNzWUX

July 05, 2018 at 09:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top