বিয়ের ৬ বছর পর স্বামীর পরিচয় পেলেন স্ত্রী

মিরাট, ৮ জুলাইঃ বিয়ের ছয় বছর পর হিন্দু স্ত্রী জানতে পারলেন, তাঁর স্বামী মুসলিম। শুধু তাই নয়, এত বছর পর ইসলাম ধর্মাবলম্বী ওই স্বামী তাঁকে নিজের ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা হিন্দু ধর্মাবলম্বী এবং কলকাতার বাসিন্দা। সম্প্রতি স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি মিরাটে গিয়ে তিনি জানতে পেরেছেন তাঁর স্বামী হিন্দু নন, ইসলাম ধর্মাবলম্বী। মহিলার কথায়, ‘বিয়ের ৬ বছর পর আমি জানতে পারলাম, আমার স্বামী মুসলিম। যদিও তিনি (স্বামী) বলেছিলেন, তিনি হিন্দু সন্তান।’ এখন মিরাটে নিয়ে গিয়ে ওই মহিলার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তাঁকে জোর করে ইসলাম ধর্ম পালন করাচ্ছেন এবং ধর্মান্তরিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KEPv5s

July 08, 2018 at 10:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top