ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী ১৯ বছর বয়সী তরুণ কিলিয়ান এমবাপ্পে। রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম বিশ্বকাপে দেশকে জেতানো ছাড়াও ইতোমধ্যে ক্লাব পিএসজির চোখের মনিতে পরিণত হয়েছেন তিনি। ক্লাব মালিক নাসের আল খালাফি থেকে শুরু করে সতীর্থদের প্রত্যাশা দ্রুতই বিশ্বসেরার আসনে বসবেন এমবাপ্পে। নেইমার-এমবাপ্পে ভিন্ন দুই দেশের তারকা হলেও ক্লাব পিএসজির খাতিরে এই মুহুর্তে তারা একই ছাদের নিচে। ভক্তদের দৃষ্টিতে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও সত্যিকার অর্থে তারা দুজন দুইজনকে বেশ ভালোবাসেন। নেইমারের কথায় তা সুস্পষ্ট। সম্প্রতি ১৯ বছর বয়সী এমবাপেকে নিয়ে নেইমার বলেছেন, সে একজন দুর্দান্ত ফুটবলার। তার প্রতি আমার বিশেষ একটা টান আছে। তার আগ্রহেই আমার অভিজ্ঞতা শেয়ার করি সবসময়। এমনকি বয়সে আমি তরুণ হলেও তাকে আরও ভালো করতে সহায়তা করার চেষ্টা করি। রাশিয়া বিশ্বকাপে শিরোপাজয়ী ফ্রান্সের হয়ে দ্যুতি ছড়িয়েছেন এমবাপে। করেছেন ৪টি গোল। জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এ নিয়ে নেইমার বলেছেন, বিশ্বকাপ চলার সময় সবসময় আমাদের কথা হয়েছে। আমাদের চেষ্টা ছিল সেমি-ফাইনালে মুখোমুখি হতে। তবে দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। তবে আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম। সূত্র: গো নিউজ২৪ এইচ/০৬:১৪/২৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2A9yoDM
July 24, 2018 at 12:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top