ঢাকা, ১২ জুলাই- দারুণ গতিতে ছুটে চলছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট। একের পর এক জয়ে নিজেদের ইতিহাসের সেরা সময়ে পার এসেছে তারা। কয়েকদিন আগেই এশিয়া কাপে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতেছে টাইগ্রিসরা। এরপরে আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ক্রিকেটে রীতিমত উড়ছে সালমা-রোমানারা। বাংলাদেশের মেয়েদের সামনে এবার নতুন মিশন। প্রথমবার বিশ্বকাপের মত বিগ আসরে খেলার সুযোগ। আর এমন সুযোগ লুফে নিতে বদ্ধপরিকল্প মেয়েরাও। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের শুরুর ধাপগুলো দারুণ ভাবেই পার করে সেমিফাইনালে উঠেছে সালমারা। আর সেমির লড়াইয়ে আজ স্কটল্যান্ডকে হারালেই বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায়। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর তিনটি ম্যাচেই বড় দলের মতই খেলেছে সালমার দল। নিজেদের শেষ ম্যাচে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকে সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৩১ বল হাতে রেখে আট উইকেটের জয় শুরু করে টাইগ্রিসরা। একই ভাবে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডকে ৭৩ বল হাতে রেখে সাত উইকেটে হারায় রোমানা-সালমারা। আজ আরো একটি জয়ের অপেক্ষা। আজ জিতলেই ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে বাংলাদেশ। স্কটিশ মেয়েদের হারালে ফাইনালে আয়ারল্যান্ড ও পাপুয়া নিউ গিনির মধ্যকার যেকোন দলের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। সূত্র: ঢাকাটাইমস আর/০৭:১৪/১২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Jcsf9b
July 12, 2018 at 02:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top