শ্রীলঙ্কা ও বাংলাদেশ এ দলের মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় ও শেষ ম্যাচের দলে রাখা হয়েছে অভিজ্ঞ সোহাগ গাজীকে। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা। তাই শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। ২০১৫ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন সোহাগ গাজী, এরপর দীর্ঘদিন ধরে দলের বাইরে তিনি। সাম্প্রতিক সময়ে বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। সেটিই তাকে সুযোগ পাইয়ে দিয়েছে এ দলে। শুধু তা-ই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য নাকি বিবেচনায় রাখা হয়েছে এই স্পিনারকে। সেটিই জানালেন দেশের ক্রিকেটের দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। নান্নু বলেন, সোহাগকে আমরা ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করছি। এর মধ্যে ওর ভিসা করতেও দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখে নিতে চাই ওর ফিটনেস আর বোলিংয়ের অবস্থা। তাই এ দলে রেখেছি। টি-২০ সিরিজকে সামনে রেখে নির্বাচকরা রয়েছেন অফ স্পিনারের খোঁজে। নান্নু বলেন, একজন ভালো অফ স্পিনার খুঁজছি আমরা। টেস্টে মিরাজ দারুণ বোলিং করছে। তবে সংক্ষিপ্ত সংস্করণে আরও উন্নতি করতে হবে ওকে। আরেক অফ স্পিনার নাঈম হাসান বেশ ভালো বোলিং করছে। তবে ওর বয়স এখনও অনেক কম, আরেকটু পরিণত হোক। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বরাবরই গাজীর রেকর্ড ভালো। তার অভিষেক উইকেটিও ব্যাটিং দানব গেইলের। তবে টি-২০তে জায়গা করতে হলে গাজীকে আগে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে নিজেকে প্রমাণ করতে হবে। তবেই হয়তো তার সুযোগ মিলতে পারে টি-২০ স্কোয়াডে। বাংলাদেশ এ দল: মোঃ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন, খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল আমিন (জুনিয়র), জাকির হোসেন, ফজলে রাব্বী, সাইফ হাসান, মিজানুর রহমান, আরিফুল হক, সাইফ উদ্দিন, সোহাগ গাজী, সানজামুল ইসলাম। এমএ/ ১২:৩৩/ ২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2uChmZZ
July 20, 2018 at 06:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top