সিংহদের মুখ থেকে প্রভুকে বাঁচাল পোষ্য সারমেয়

আমরেলি, ২২ জুলাইঃ মানুষের অন্যতম বিশ্বস্ত বন্ধু যে কুকুর তা আরও একবার প্রমাণিত হল। গুজরাটের আমরেলি জেলার আমবার্দি গ্রামের বাসিন্দা ভবেশ হামির ভরদ্বাজকে তিনটি সিংহের মুখ থেকে বাঁচিয়েছে তাঁর পোষ্য সারমেয়।

ভবেশ হামির ভরদ্বাজ পেশায় পশুপালক। গত শনিবার তিনি তাঁর পোষ্য দুটি ছাগল এবং একটি ভেড়া মাঠে চরাতে যান। হঠাৎই তিনটি সিংহ ওই ভেড়া এবং ছাগলগুলির উপর চড়াও হয়। ভবেশ তাদের বাঁচাতে গেলে একটি সিংহ তাঁর উপর লাফিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন ভবেশ। তাঁর চিৎকারে গ্রামবাসীদের কানে না পৌঁছোলেও তাঁর পোষ্য কুকুরটির কানে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কুকুরটি ওই মাঠে যায় এবং প্রভুকে বাঁচাতে চিৎকার শুরু করে। তারপর কুকুরের চিৎকার শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে যায়। একসঙ্গে অত মানুষকে দেখে পশুরাজরাও ঘাবড়ে যায় এবং তারা ভবেশকে ফেলে রেখেই পালায়। তারপর গ্রামবাসীরা ভবেশকে স্থানীয় হাসপাতালে ভরতি করে এবং বন দপ্তরে খবর দেয়। বর্তমানে ভবেশ পিঠে এবং হাতে চোট নিয়ে হাসপাতালে ভরতি।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uFXiGh

July 22, 2018 at 09:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top