ইস্টবেঙ্গল পেল নতুন স্পনসর

কলকাতা, ৫ জুলাইঃ স্পনসর জট কাটল ইস্টবেঙ্গলের। বেঙ্গালুরুর কোম্পানি কোয়েসের সঙ্গে দীর্ঘমেয়াদি গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল।

নতুন বিনিয়োগকারী পেয়ে আইএসএলে খেলার স্বপ্ন দেখছে লাল-হলুদ ব্রিগেড। কিংফিশারের সঙ্গে সম্পর্কে চিড় ধরার পর নতুন স্পনসরের সঙ্গে পথ চলা শুরুর করে দিল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কথা জানালেও  কত বছরের জন্য, তা খোলসা করেননি দুই পক্ষের কেউই।

ইস্টবেঙ্গলের ম্যানেজিং ডিরেক্টর কল্যাণ মজুমদার বলেন, ‘ইউ বি গ্রুপের সঙ্গে গত মাসে আমাদের চুক্তি শেষ হয়। নতুন স্পনসর হিসেবে এবার আমরা কোয়েস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলাম।’ ক্লাবের নতুন নাম এখন কোয়েস ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

কোয়েসের চিফ ম্যানেজিং ডিরেক্টর অজিত ইসাক জানিয়েছেন, ‘ভারতীয় ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আপ্লুত। স্পনসর হিসেবে ভারতীয় ফুটবলকে ভবিষ্যতে পথ দেখানোই হবে আমাদের প্রধান লক্ষ্য।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MQbS4x

July 05, 2018 at 07:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top