ঘুষ দেওয়া-নেওয়া সমান অপরাধ, পাশ হল দুর্নীতি প্রতিরোধের নতুন সংশোধনী

নয়াদিল্লি, ২৫ জুলাইঃ লোকসভায় পাশ হল দুর্নীতি প্রতিরোধ আইনের নতুন সংশোধনী। এই সংশোধনী অনুযায়ী, সরকারি কর্মীদের ঘুষ নিয়ে কাজ করা যেমন অপরাধ, তেমনি যারা ঘুষের প্রস্তাব বা ঘুষ দেবেন, তারাও সমান অপরাধী।

দুর্নীতি প্রতিরোধ আইন ২০১৮ সংশোধনীতে ঘুষ দেওয়ার বিষয়টি প্রত্যক্ষ অপরাধ হিসেবে বলা হয়েছে।

আগে ঘুষ সংক্রান্ত অপরাধে শাস্তির মেয়াদ ছিল ৬ মাস। এবার তা বাড়িয়ে করা হয়েছে ন্যূনতম ৩ বছর। জরিমানা সহ ৭ বছর পর্যন্ত বাড়তে পারে শাস্তি। একবার শাস্তি পাওয়ার পর দ্বিতীয়বার ধরা পড়লে ন্যূনতম শাস্তি পাঁচ বছর। অপরাধ বেশি হলে সেই শাস্তি জরিমানা সহ হতে পারে ১০ বছর পর্যন্ত।

এই বিল আগেই রাজ্যসভায় পাশ হয়েছিল। লোকসভাও সম্মতি জানাল এই বিলে। এবার বাকি রাষ্ট্রপতির সই। এরপর কার্যকর হবে এই নতুন সংশোধনী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LoQd7a

July 25, 2018 at 12:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top