সেন্ট কিটস, ২৮ জুলাই- তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটের সঙ্গে জয় তুলে নেয় টাইগাররা তবে দ্বিতীয় ওয়ানডেতে তীরে এসেও শেষ রক্ষা হয়নি। জয়ের একেবারে কাছাকাছি গিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরেছিল টিম-টাইগাররা। তাই আজ সেই ব্যর্থতা ভুলতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। কিন্তু হঠাৎ হোল্ডারের বাউন্সি বল খেলতে নেমে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। বারবার সুযোগ পেলেও নিজেকে সেই ভাবে মেলে ধরতে পারছেন না এনামুল। আউট হওয়ার আগে করেন ৩১ বলে মাত্র ১০ রান। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে সাথে নিয়ে আবারো ধীরি গতিতে খেলতে থাকে তামিম ইকবাল কিন্তু দ্রুত রান তোলার চেষ্টায় আশলে নার্সের বলে স্লগ সুইপ খেললে ডিপ স্কয়ার লেগে তার ক্যাচ ধরেন পল। ৪৪ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে যায় সাকিব। বিজয় আউটের পর পর তামিমকে সাথে নিয়ে ৮১ রানের জুটি গড়েন সাকিব। এর আগে ক্যারিয়ারে ৪৩ তম ওয়ানডে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পর দ্বিতীয় ওয়ানডেতেও হাফ সেঞ্চুরি হাঁকান এই ওপেনার। সাকিব আউট হওয়ার পর মাঠে নামেন চলতি সিরিজে বিধ্বংসী ব্যাটিং করা মুশফিকুর রহিম। কিন্তু নার্সের বল স্ট্যাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হন এই উইকেট কিপার ব্যাটসম্যান। আউট হওয়ার আগে করেন ১২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান। এখন দেখার অপেক্ষা নির্ধারিত ৫০ ওভার শেষে কোথায় থামে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহিদ হাসান, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, ইভিন লুইস, শাই হোপ, শিম্রন হ্যাটমিয়ার, কাইরন পাওয়েল, রোভম্যান পাওয়েল, অ্যাশলে নার্স, কেমো পল, দেবেন্দ্র বিশু, শেলেডন কোটরেল। তথ্যসূত্র: বিডি২৪লাইভ এইচ/২২:১০/২৮ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2mNhX6N
July 29, 2018 at 04:20AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন