মাজিদের মৃত্যুতে বন্‌ধ কোচবিহারে

কোচবিহার, ২৭ জুলাই : ছাত্রনেতা মাজিদ আনসারির খুনের ঘটনায় শুক্রবার সকলা ৬টা থেকে ১২ ঘন্টার বনধ চলছে কোচবিহার শহরে। ছাত্রছাত্রীদের ডাকা বনধের জেরে শহরে যানচলাচল কার্যত বন্ধ । অধিকাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানও খোলেনি। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। বনধের সমর্থনে শহরজুড়ে পিকেটিং করে তারা। শহরের বাইরে বিভিন্ন রাস্তায় গাড়ির লম্বা লাইন রয়েছে বলে জানা গিয়েছে। অশান্তি এড়াতে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।প্রসঙ্গত, গত ১৩ জুলাই বিকেলে কোচবিহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাজিদ আনসারি গুলিবিদ্ধ হয়। কোচবিহার ও শিলিগুড়িতে চিকিৎসার পর গত বুধবার রাতে মৃত্যু হয় তার। ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও তৃনমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। দোষীদের কঠোর শাস্তির দাবিতে এদিনের বনধ ডাকে তারা।

ছবিঃ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ছাত্রদের।–প্রাণপ্রতিম পাল

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LADMoj

July 27, 2018 at 10:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top