নয়াদিল্লি, ২৪ জুলাইঃ নরেন্দ্র মোদি জামানায় সুইস ব্যাংকে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ ৫০ শতাংশ বাড়ার খবর অনেকটাই অস্বস্তি বাড়িয়েছিল মোদি সরকারের।
মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্রে জানা গিয়েছে, সুইস ব্যাংকে ভারতীয়দের জমানো টাকার পরিমাণ বর্তমান সরকারের আমলে কমেছে।
জানা গিয়েছে, এর আগে প্রকাশিত রিপোর্টে এ দেশে সুইস ব্যাংকের শাখাগুলির ব্যবসার অঙ্ক, জমা না হওয়া সম্পত্তি(Liabilities) এবং ইন্টার-ব্যাংক লেনদেন সংক্রান্ত তথ্যের উল্লেখ ছিল। কিন্তু, সম্প্রতি কার্যনির্বাহী অর্থমন্ত্রী পীয়ূষ গোয়েলকে পাঠানো চিঠিতে সুইস রাষ্ট্রদূত আন্দ্রেয়াস ব্যম জানিয়েছেন, ‘অধিকাংশ ক্ষেত্রেই এটা মনে করা হয় যে, সুইস ব্যাংকে গচ্ছিত ভারতীয় অর্থ আসলে কালো টাকা। কিন্তু, সব সম্পত্তি কালো টাকার অংশ নয়।’
এক প্রশ্নের উত্তরে গোয়েল জানিয়েছেন, সুইস ব্যাংকগুলিতে গচ্ছিত ভারতীয়দের সম্পত্তির পরিমাণ গতবছর ৩৪.৫% কমেছে।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সুইস ব্যাংকে ভারতীয়দের টাকার তথ্য নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদি। দুই দেশের মধ্যে ‘অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফর্মেশন’ চুক্তি হয়েছিল। এই চুক্তি অনুযায়ী, ২০১৮-র সেপ্টেম্বর থেকে সুইস ব্যাংকগুলিতে খোলা ভারতীয়দের অ্যাকাউন্ট তথ্য সরাসরি হাতে পাবে ভারত সরকার। ২০১৯-এর সেপ্টেম্বর থেকে সেই তথ্য আদানপ্রদান শুরু হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lz9hPh
July 24, 2018 at 06:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন