ধূপগুড়ি, ২৪ জুলাইঃ ওভারটেক করার ভুল সিদ্ধান্তে দুর্ঘটনার কবলে পড়ল পরপর তিনটি গাড়ি। ধূপগুড়ির ঠাকুরপাট এলাকার ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বীরপাড়া থেকে একটি ছোটো গাড়ি যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ঠাকুরপাট এলাকায় গাড়িটি একটি লরিকে পাশ কাটিয়ে আগে যাওয়ার চেষ্টা করে। কিন্তু উলটো দিল থেকে একটি দুধ বোঝাই ট্যাঙ্কার চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে ছোটো গাড়িটি বা দিকে পাশ কাটায়। তখনই ট্যাঙ্কারটি ছোটো গাড়িটির ডানদিকে এবং গাড়িটির পেছনে থাকা লরি এগিয়ে এসে ছোটো গাড়িটির বাঁ দিকে ধাক্কা মারে। ঘটনায় কমবেশী ৬ জন আহত হয়েছে। এদিকে ধাক্কা মেরে দুধ বোঝাই ট্যাঙ্কারটিও জাতীয় সড়কের পাশে নয়নজুলিতে উলটে যায় এবং ছোটো গাড়ি ও লরিটি জাতীয় সড়কের ওপরই দাঁড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি গাড়িকেই উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রাস্তায় নেমে যানজট মোকাবিলা করে পুলিশ।
সংবাদদাতাঃ শুভাশিস বসাক
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uYeGFh
July 24, 2018 at 11:25AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন