নয়াদিল্লি, ২৪ অগাস্টঃ বন্যা বিধ্বস্ত কেরলের জন্য কোনও বিদেশি অর্থসাহায্য নেওয়া হবে না। একথা আগেই ঘোষণা করেছিল কেন্দ্র। কেরলকে ৭০০ কোটি টাকা সাহায্য করবে সংযুক্ত আরব আমিরশাহি সরকার। এমনটাই খবর রটেছিল। আমিরশাহির রাষ্ট্রদূত আহমেদ আলবানা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহি সরকারের পক্ষ থেকে কেরলকে কোনও নির্দিষ্ট পরিমাণ অর্থ সাহায্যের ঘোষণা করা হয়নি।
আমিরশাহির রাষ্ট্রদূত এপ্রসঙ্গে বলেন, ‘কেরলে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত তা ঠিক করার কাজ এখনও চলছে। এই অবস্থা কোনও অর্থ সাহায্যের কথা ঘোষণা করা হয়নি।’ কেন্দ্রের তরফে বলা হয়, আমিরশাহি সরকারের তরফ থেকে কোনও সাহয্যের প্রস্তাব আসেনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2w9oQUX
August 24, 2018 at 02:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন