নাবালিকা ধর্ষণে দোষীদের আরও কঠোর শাস্তি দিতে নতুন বিল পাস রাজ্যসভায়

নয়াদিল্লি, ৭ অগাস্টঃ ১২ বছরের কম বয়সী নাবালিকাদের ধর্ষণে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য ক্রিমিনাল ল (সংশোধনী) বিল, ২০১৮ পাস হল রাজ্যসভায়। গতমাসে বিলটি লোকসভায় পাস হয়। গতকালই রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে ধ্বনিভোটে বিলটি পাস করা হয়।

নতুন এই বিলটিতে দোষীদের নূন্যতম ২০ বছর কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে। এছাড়াও ১২ বছরের কম বয়সের নাবালিকাদের ধর্ষণ করলে যাবজ্জীবন  কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডের কথাও বলা হয়েছে। বিলটিতে বলা হয়েছে, যদি ধর্ষিতার বয়স ১৬ বছরের কম হয় তাহলে ২০ বছরের জেল হবে। আর গণধর্ষণ করলে দোষী সকলকে বাকি জীবদ্দশা জেলে কাটাতে হবে। ধর্ষণের ঘটনায় যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করারও কথা বলা হয়েছে। এই ধরনের মামলার ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক স্পেশাল আদালতে দ্রুত শুনানি যাতে শেষ করার সুপারিশ করা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AO8iqr

August 07, 2018 at 12:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top