মনোহরপুর সীমান্তে জখম বাংলাদেশিকে উদ্ধার করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকা থেকে ধারালো অস্ত্রের আঘাতে জখম অবস্থায় এক বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
আবু তাহের নামের ওই ব্যক্তির শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকা পাড়ার আবদুল খালেকের ছেলে।
আহত তাহেরের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নদী পথে গরু নিয়ে আসছিল তাহের। এ সময় নিমতিতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তার দু পায়ে এলোপাথাড়ী কুপিয়ে ফেলে রেখে চলে যায়। বিষয়টি জানতে পেরে বিজিবির টহল টিমের সদস্যরা তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। পরে তাকে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, বিজিবি সদস্যরা আবু তাহেরকে উদ্ধার করলেও তাকে কারা ধারালো অস্ত্রের আঘাত করেছে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2OJSRSe

August 17, 2018 at 09:24PM
17 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top