মোনাকো, ৩১ আগস্ট- পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর মিশরীয় কিং মোহামেদ সালাহকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচ। বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে রিয়ালের এই মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয়। রাশিয়া বিশ্বকাপে দারুণ খেলার পুরস্কার হিসেবে মদ্রিচ পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এবার তারই ঘরে গেল ইউরোপের বিশ্বসেরা দলগুলোর সেরা খেলোয়াড়ের পুরস্কারটি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পাশাপাশি রিয়ালের জার্সিতে মদ্রিচ জিতেছিলেন উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা। এর আগে সর্বোচ্চ তিনবার এই পুরস্কার নিজের ঘরে নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় রোনালদো। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। আর একবার করে জিতেছেন বার্সার সাবেক তারকা স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা ও ফরাসি তারকা ফ্রাঙ্ক রিবেরি। উয়েফার অঞ্চলগুলোতে ক্লাবগুলোর হয়ে খেলা ফুটবলারদের মধ্য থেকে ঘরোয়া, মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারফরম্যান্স বিচার করে নির্বাচন করা হয় বিজয়ীকে। সূত্র: সারাবাংলা এমএ/ ০৯:২২/ ৩১ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wzcBk6
August 31, 2018 at 03:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন