টরন্টো, ৩১ আগষ্ট- আগামী ১ ও ২ সেপ্টেম্বর টরন্টোতে অনুষ্ঠিতব্য ৪র্থ বিশ্ব সিলেট সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ইতিমধ্যে বাংলাদেশসসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথিরা আসা শুরু করেছেন। সম্মেলনের ভেন্যু গ্র্যান্ড প্যালেস -এর চত্বরে স্থাপন করা হয়েছে সিলেটের ল্যান্ডমার্ক আলী আমজদের ঘড়ির রেপ্লিকা। ইতিমধ্যে শীতলপাটি নামে একটি নান্দনিক স্যুভেনীর প্রকাশিত হয়েছে। মধ্যরাত পর্যন্ত কাজ করে চলেছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। টক অব দ্য সিটি এখন বিশ্ব সিলেট সম্মেলন। সিলেটি ছাড়াও বাংলাদেশর অন্যান্য জেলার মানুষদের মধ্যেও প্রচুল আগ্রহ লক্ষ্য করা গেছে। সকলেই অপেক্ষায় আছেন আসন্ন সম্মেলনের কার্যক্রম দেখার জন্যে। জালালাবাদ এসোসিয়েশন অব ঢাকার সভাপতি সিএম তোফায়েল সামী সম্মেলনের অগ্রগতি এবং সিলেটিদের উৎসাহ উদ্দীপনা দেখে খুবই খুশি। এ মহা আয়োজনের কনভেনর রাশেদা কে চৌধুরি উত্তর আমেরিকায় বসবাসরত সকল সিলেটবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁকে বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য তিনি জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর কর্মকর্তা, ব্যবসায়ী এবং পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মেলনে প্রচুর লোক সমাগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন এ সম্মেলনটি যেন একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়। ৩য় বিশ্ব সিলেট সম্মেলনের কনভেনর ডা. জিয়া উদ্দিন জানান, এবারের সম্মেলনে সবাই যেভাবে আন্তরিকতার সাথে কাজ করছেন তাতে সম্মেলন অবশ্যই সফল হবে। সর্বশেষ সম্মেলনের সময়সূচী চূড়ান্ত করা হয়েছে। পাঠকদের আগ্রহ বিবেচনা করে দুদিন ব্যাপূ চতূর্থ বিশ্ব সিলেট সম্মেলনর সময়সূচী প্রকাশ করা হলো।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wuEuuu
August 31, 2018 at 05:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top